অপারেশন ডেভিল হান্টের অভিযানে বাগেরহাট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেবকে (৬২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার গভীর রাতে বাগেরহাট শহরের খারদ্বার এলাকার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়
পুলিশের ভাষ্য, বাগেরহাটের অস্থিতিশীল পরিবেশ রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর চলা অপারেশন ডেভিল হান্ট অভিযানে সরদার ফকরুল আলম সাহেবকে গ্রেপ্তার করে পুলিশ। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ জেলায় হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ, বোমা বিস্ফোরণের ঘটনায় ও বিশেষ ক্ষমতা আইনে বেশ কয়েকটি মামলা হয়। এসব মামলায় আওয়ামী লীগ নেতা ফকরুল আলম সন্দেহভাজন আসামি।
বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ-উল-হাসান বলেন, এ সব মামলায় ফকরুল সন্দেহভাজন আসামি। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।