বগুড়ায় কারের নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালক-দুলাভাই নিহত

বগুড়া প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ২০৪ বার পঠিত

বগুড়ার সদরে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারে থাকা শ্যালক ও দুলাভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার গোকুল বাজার এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়া শহরের গোয়ালগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম( ৭০) ও তার শ্যালক জয়পুরপাড়ার বাসিন্দা বাবুল ইসলাম(৫৭)। তারা দুজনে ইঞ্জিনিয়ারিং ফার্ম এবং বেকারির ব্যবসা করতেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া কুন্দারহাটের ওসি মনোয়ারুজ্জামান।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বিকালে প্রাইভেট কারযোগে বগুড়ার দিকে ফিরছিলেন নজরুল ইসলাম এবং বাবুল ইসলাম। এসময় গোকুল বাজার এলাকায় তাদের গাড়িটি কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তারা দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর