তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে নন্দীগ্রামে বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধি:

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ তারুণ্যের উৎসব – ২০২৫ উদযাপন উপলক্ষে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (৬জানুয়ারি) তারুণ্যের উৎসব উদযাপন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু, এছাড়াও তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে ‘তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ ‘ শীর্ষক কর্মশালা, পরিচ্ছন্নতা অভিযান, মশক নিধন, জলাবদ্ধতা নিরসন কার্যক্রম, ফুটবল টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, চিত্রাঙ্কন, কুইজ, বিতর্ক রচনা প্রতিযোগিতা, ব্রেস্ট ক্যান্সার ও অন্যান্য রোগ ব্যাধি সম্পর্কিত সচেতনতা কর্মশালা, সামাজিক যোগাযোগ মাধ্যমের নিরাপদ ব্যবহার সম্পর্কিত সচেতনতা কর্মশালা, যুব সমাজকে মাদকাসক্তির কবল থেকে রক্ষার্থে সচেতনতা কর্মশালা, কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক সচেতনতা কর্মশালা আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, কৃষি কর্মকর্তা গাজীউল হক, ইউএইচএফপিও ডা. তোফাজ্জল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা কল্পনা রানী রায়, মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সর্দার ফজলুল করিম, ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন,পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এস,এম সারোয়ার জাহান, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি মো. তারিকুল ইসলাম, নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, পরিষদের সচিব বাবু প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর