শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নি। উপদেষ্টা আসিফ মাহমুদ।

মোঃ ফরিদুল ইসলাম জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ বার পঠিত

শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত মানুষ জীবন দেয় নি। উপদেষ্টা আসিফ মাহমুদ।

মোঃ ফরিদুল ইসলাম
জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, ‘এক দফা বাস্তবায়ন হিসেবে আমরা মনে করি, সংস্কার কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একটা নির্বাচন কিংবা ভোটের জন্য এত এত মানুষ জীবন দেয়নি। আমরা ধারণা করছি, প্রায় ২ সহস্রাধিক মানুষ শহীদ এবং ২০ হাজারের বেশি আহত। শহীদ ও আহতরাও সংস্কারের কথা বলছে।

আজ বুধবার সকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ হলরুমে অসহায় ও দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘আপনারা জানেন, এই গণঅভ্যুত্থানের যে এক দফা ছিল, সেই এক দফা ছিল স্বৈরাচারী শেখ হাসিনার পতন এবং ফ্যাসিবাদি ব্যবস্থার বিলুপ। ফ্যাসিবাদি ব্যবস্থা বিলুপ বলতে আমরা স্পষ্টভাবে বুঝি, প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিযমের মধ্য দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে। সকল প্রতিষ্ঠানকে ধ্বংস অবস্থায় রেখে যাওয়া হয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ক্লিয়ার ম্যানডেট হচ্ছে- আমরা সংস্কার কার্যক্রমগুলো করব। আপনারা জানেন, আমাদের কমিশনগুলোর প্রায় তিনমাসের মত সময় হয়ে যাচ্ছে, কমিশনগুলো প্রস্তাবনা দেবেন। তারপর যারা স্টেকহোল্ডার আছেন, তাদের সঙ্গে কথা বলে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে একটা নির্বাচনের দিকে যাব।’

আসিফ মাহমুদ বলেন, ‘একটা কথা বলতে চাই, বিগত সময়গুলোতে উত্তরবঙ্গের জেলাগুলো উন্নয়নের দিক থেকে যথেষ্ট অবহেলিত ছিল। আমরা যখন বিভিন্ন প্রকল্প দেখি, দেশের বিভিন্ন অঞ্চলে উন্নয়ন কার্যক্রম কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল। বিশেষ করে উত্তরবঙ্গ অবহেলিত এবং বঞ্চিত ছিল। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অঞ্চলগুলোকে বৈষ্যম্যের স্বীকার করা হয়েছে, সেখানে বিশেষ গুরুত্বসহকারে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।’

তিনি যোগ করেন, ‘আমরা দীর্ঘমেয়াদি প্রকল্পে নিয়ে যাব, যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় শেষ হয়ে গেলেও আপনারা সেগুলোর সুফল পাবেন। সর্বপরি সরকারের যে সংস্কার এজেন্ডা, অভ্যুত্থানে বা অভ্যুত্থানের পরবর্তীতে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের যে চাওয়া পাওয়া সংস্কার কার্যক্রমের মধ্য দিয়ে একটা সুন্দর বাংলাদেশ করার এগিয়ে যাওয়ার যে কার্যক্রম সেখানে আপনাদের মতামত, সহযোগিতা এবং সমর্থন প্রত্যাশা করছি।’

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর