পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি ধাক্কায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন

মো: ফরিদুল ইসলাম জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ৫৭ বার পঠিত

পরীক্ষা শেষ করে বাড়ি ফেরার পথে ঠাকুরগাঁওয়ে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি ধাক্কায় ফারহানা সরকার নামে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

মো: ফরিদুল ইসলাম
জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও- পীরগঞ্জ সড়কের কালিতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদ্রু রহমান।

নিহত ওই শিক্ষার্থী সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের কালিতলা গ্রামের ফরহাদ হোসেনের মেয়ে। সে ঠাকুরগাঁও সুগার মিলস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অষ্টম শ্রেণির পরীক্ষা দিয়ে অটোরিক্সা করে বাড়ী ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে নিহত হয়।

আহতরা হলেন, জেলার সদর উপজেলার শিবগঞ্জ এলাকার জসিম উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (৪০),আকচা ইউনিয়নের আব্দুল আজিজের মেয়ে মুক্তা (৫০), জামালপুর ইউনিয়নের ফুটকিবাড়ি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রিদম (১৫), পীরগঞ্জ উপজেলার মো. আতিয়ারের রহমানের ছেলে সাজু ইসলাম (২৪)।

প্রত্যক্ষ দর্শিরা জানান, শিবগঞ্জ থেকে আসা একটি ট্রাকের সাথে ও অপরদিক ঠাকুরগাঁও রোড থেকে আসা অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে ওই শিক্ষার্থী মারা যান। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রকিবুল আলম (চয়ন) বলেন, ঘটনা স্থলে আসার আগে শিক্ষার্থী ফারহানা মারা গেছেন। বাকীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে একজন মুমূর্ষু রয়েছেন৷

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর