গ্রেপ্তার আব্দুল মালেক জেলার সোনাতলা উপজেলার আগুনের তাইড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে এবং সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ মুস্তাফিজ হাসান।
ডিবির এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের জহুরুল নগর এলাকা থেকে আওয়ামীলীগ নেতা আব্দুল মালেক’কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মালেকের নামে বিষ্ফোরোক আইনে একাধিক মামলা রয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।