বড়াইগ্রামে গণঅভ্যুত্থানে আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৪৮ বার পঠিত
বড়াইগ্রামে গণঅভ্যুত্থানে আহতদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ
 নাটোরের বড়াইগ্রাম উপজেলায় জুলাই- আগষ্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস এবং সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। এছাড়া সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, ছাত্র সমন্বয়ক মাহাবুব আলম, আহত ছাত্র মাজেদুল হক প্রমুখ। গণঅভ্যুত্থানে আহত ১৩ জন ছাত্রকে সন্মাননা হিসেবে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২১ হাজার টাকা প্রদান করা হয়। উল্লেখ্য যে এ উপজেলায় গণঅভ্যুত্থানকালে কেহই মৃত্যুবরণ করেনি।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর