গোয়ালন্দ উপজেলা মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৪৭ বার পঠিত

গোয়ালন্দ উপজেলা মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে বাংলাদেশ জাতিয়তাবাদী মহিলা দল গোয়ালন্দ উপজেলা শাখার উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) বিকেল ৪ টায় ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ রেলগেট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।

কর্মী সভায় গোয়ালন্দ উপজেলা মহিলা দলের সভাপতি সালেহা আক্তার বুলবুলি’র সভাপতিত্বে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন রাজবাড়ী জেলা মহিলা দলের সভাপতি কুমকুম নজরুল।

কর্মী সভায় গোয়ালন্দ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সারমিন হালিম’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান-নুর ইসলাম মুন্নু মোল্লা।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, জেলা মহিলা দলের সহ-সভাপতি ফারজানা ইয়াসমিন ডেইজি, সাধারণ সম্পাদক অধ্যাপক ইয়াসমিন আক্তার পিয়া, সাংগঠনিক সম্পাদক মোছা: রাজিয়া বেগম, যুগ্ম সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি, গোয়ালন্দ পৌর বিএনপির সাবেক সভাপতি এ‍্যাডভোকেট এবিএম সাত্তার, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি রুস্তম আলী মোল্লা প্রমুখসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন মহিলা দলের সভাপতি/সম্পাদকসহ কর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর