গজারিয়ায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণ, ৩ শ্রমিক আহত.
গজারিয়া(মুন্সীগঞ্জ)প্রতিনিধি.
মুন্সীগঞ্জের গজারিয়ায় হাওয়া দেওয়ার মেশিন বিস্ফোরণে তিন শ্রমিক আহত হয়েছেন।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার তেতৈতলা এলাকার একটি দোকানে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই দোকানের শ্রমিক সুজন মিয়া (২৭), শাহীন (২২) ও অজ্ঞাত (২০)। এদের মধ্যে তেতৈতলা গ্রামের মৃত শহীদুল্লাহ’র ছেলে সুজন মিয়া গুরুতর আহত অবস্থায় রাজধানী ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা রয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, বুধবার দুপুরে ওই এলাকার আলীর মিস্ত্রির গ্যারেজের এই ঘটনা ঘটে। হঠাৎ হাওয়া মেশিনটি বিস্ফোরণ হলে কম্প্রোসারটি উড়ে যায়। এসময় তিন জন শ্রমিক আহত হয়। এসময় দোকান ঘর ব্যাপক ক্ষতি হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে দুজন প্রাথমিক চিকিৎসা গ্রহন করে। অপরদিকে উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত সুজনকে পঙ্গু হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সুজন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, কম্প্রোসার মেশিন থেকে হাওয়ার দেয়ার সময় অটো সুইচের মাধ্যমে তা বন্ধ হয়ে যায়। কিন্তু বিস্ফোরণ হওয়া মেশিনের অটো সুইচটি নষ্ট ছিলো। ফলে অতিরিক্ত হাওয়ার কারণে কম্প্রেসার মেশিনের বিস্ফোরণ ঘটে।
বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম এই ব্যাপারে বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। তিনজন আহত হয়েছেন।তারা চিকিৎসাধীন রয়েছেন।