চন্ডিহারা আলোর মেলা আদর্শ স্কুলে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্তদের সনদপত্র প্রদান।
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জের চন্ডিহারা আলোর মেলা আদর্শ স্কুলে অভিভাবক সমাবেশ, ২০২৩ সালের এ্যাসোসিয়েশন বৃত্তির সনদপত্র ও অর্থ প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় অত্র স্কুল প্রাঙ্গনে সাবেক শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র প্রদান করেন মোকামতলা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ একেএম রফিকুল ইসলাম।
প্রধান আলোচকের বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করতকোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল ইসলাম, শিক্ষক আবু তালেব, আব্দুল জলিল, মৃনাল কান্তি চাকী পাচু, রেজাউল ইসলাম, আলহাজ্ব আব্দুল হামিদ টুনু, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি দুলালুর রহমান দুলাল মাষ্টার, প্রধান শিক্ষক নুর নাহার বিথী, অভিভাবক সদস্য ওমর ফারুক, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুস সামাদ, আব্দুল হান্নান, আপেল মাহমুদ টিটু, আরিফুল ইসলাম আরিফ, সাইফুল ইসলাম প্রমুখ। পরে দোয়া পরিচালনা করেন মোকামতলা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল বারী।