মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মায়ের আত্মহত্যা

স্টাফ রিপোটারঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৫৭ বার পঠিত

বগুড়ার কাহালুতে ৪ বছরের কন্যা সন্তান মুশফিকাকে গামছা দিয়ে মুখ বেঁধে শ্বাসরুদ্ধ করে হত্যার পর মা জুলেখা খাতুন (২৫) গলায় ওড়না পেঁচিয়ে ঘরের তীরের সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

স্টাফ রিপোটারঃ

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ডেপুইল গ্রামে।

খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

জানা যায়, জুলেখার স্বামী আব্দুল মমিন সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয়ে যান, দুপুরে মোবাইল ফোনের স্ত্রীকে না পেয়ে প্রতিবেশী লোকজনকে জানালে তারা বাড়িতে গিয়ে ডাকাডাকির পর ঘরের দরজা ভিতর থেকে বন্ধ পায়। প্রতিবেশী লোকজন জানালা দিয়ে জুলেখার ঝুলন্ত লাশ দেখতে পায় এবং বিছানায় শিশু কন্যা মুশফিকার মরদেহ দেখতে পায়। পরে তারা থানা পুলিশের খবর দেন।

জুলেখার স্বামী আব্দুল মোমিন জানান, তার স্ত্রীর অতিরিক্ত রাগছিল, সে প্রতিনিয়ত মেয়েকে শাসন করত।

এ ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) ওমর আলী, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহিন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর