কিশোরগঞ্জে যুবককে মারধর ও মালামাল লুটের অভিযোগ
কিশোরগঞ্জ, নীলফামারী সংবাদদাতা
নীলফামারীর কিশোরগঞ্জে ঔষধের দোকানে ঢুকে এক ব্যবসায়ীকে ফিল্মি স্টাইলে বেধড়ক মারধর ও মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। রোববার রাত ৯টায় বাহাগিলী ইউনিয়নের নয়ালখাল ডাঙ্গারহাটে ঘটনাটি ঘটে। উক্ত ঘটনায় ঔষধ ব্যবসায়ী আনোয়ার হোসেন গতকাল সোমবার রাতে বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযুক্তরা হচ্ছেন- নয়ানখাল উত্তর পাড়ার মৃত হাফে মুন্সির ছেলে রফিকুল ইসলাম ছোট মিয়া (৪০), রফিকুল ইসলাম ছোট মিয়ার ছেলে আব্দুর রহমান বল্টু (১৯), গোলাম রব্বানীর ছেলে সিয়াম হোসেন (২০), মাজেদুল ইসলামের ছেলে জিতু মিয়া (২০) ও আবুল কালামের ছেলে
ফাহিম হোসেন লার্তুজ (২০)। অভিযোগ সূত্রে জানা যায়,
নয়ালখাল ডাঙ্গারহাটে দীর্ঘদিন ধরে ঔষধের ব্যবসা পরিচালনা করে আসছেন আনোয়ার হোসেন। গত রোববার রাত ৯টায় ক্রেতার কাছে ঔষধ বিক্রির সময় পূর্বশত্রুতার জেরে ৫ জন লোক তার দোকানে অবৈধভাবে ঢুকে হামলা চালিয়ে তাকে মারধর ও মালামাল লুটপাট করেন। এসময় হামলাকারীরা দোকানের টিভি, র্যাক ও তরল ঔষধের বোতল ভেঙে চুরমার করেন এবং ক্যাশ টেবিলের ড্রয়ারে থাকা ১ লক্ষ ৫০ হাজার টাকা বের করে নেন। পরে আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে স্থানীয় লোকজন কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসরাফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।