কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহমুদ নামের এক কিশোরের মৃত্যু
খোরশেদ আলম
কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে সমুদ্রে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মাহামুদ (১৬) নামে এক কিশোরের মৃ’ত্যু হয়েছে। শনিবার বেলা সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত মাহামুদ কক্সবাজার সদর উপজেলার পি.এম.খালী আদর্শ দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র এবং মরহুম মোক্তার আহমদের নাতি দিদার আহমদের বড় ছেলে ।পি.এম.খালী ইউনিয়নের উত্তর ডিক পাড়া এলাকার বাসিন্দা।
ঘটনাস্থলে উপস্থিত সৈকতের বীচ কর্মীরা জানান, মাহামুদসহ মোট ছয়জন বন্ধু একসঙ্গে সুগন্ধা পয়েন্টে নেমে গোসল করছিল। হঠাৎ করেই মাহামুদ অসুস্থ হয়ে পড়ে এবং পানিতে তলিয়ে যেতে থাকে। সাথে সাথে বীচের লাইফগার্ড কর্মীরা দ্রুত সাগরে নেমে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।
কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহামুদকে মৃ’ত ঘোষণা করেন।