প্যানেল চেয়ারম্যান মুঞ্জ কে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

(জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৭৪ বার পঠিত

প্যানেল চেয়ারম্যান মুঞ্জ কে গ্রেফতার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

(জামালপুর) বকশীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ।

জামালপুরের বকশিগঞ্জে বিস্ফোরক মামলার  আসামী প্যানেল চেয়ারম্যান মঞ্জু গ্রেফতার। ২৩ অক্টোবর  বুধবার দিবাগত রাতে বকশিগঞ্জ পৌরশহর থেকে বকশিগঞ্জ থানা পুলিশ
প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু কে গ্রেফতার করেছে,  তিনি বকশিগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়ন পরিষদের বর্তমানে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব কর্মরত আছেন। তার বিরুদ্ধে ইতিপূর্বে সার চুরি  মামলার অভিযোগ  রয়েছে বলে জানা যায়। গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম মঞ্জু  মেরুরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নতুন টুপকারচর গ্রামের আবুল হোসেনের ছেলে। এছাড়াও জানা যায়, আনিসুর রহমান বাদি হয়ে ১৩৯ জনকে নামীয় এবং আরো ২/৩ শত জনকে অজ্ঞাত আসামী করে বকশিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু একাধারে বিভিন্ন মামলার আসামী ও পৌর যুবলীগের সদস্য।  বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খন্দকার শাকের আহমেদ, আমাদেরকে জানান, ৩ দিনের রিমান্ড চেয়ে আসামীকে জামালপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর