কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু

আজাদ হোসেন আওলাদ মিয়া, নীলফামারী জেলা প্রতিনিধঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ৪৯ বার পঠিত

কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় এক যুবকের মৃত্যু

আজাদ হোসেন আওলাদ মিয়া, নীলফামারী জেলা প্রতিনিধঃ

ট্রাকের ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রংপুর-জলঢাকা রোডের নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বিন্নাকুড়ি এ ইউ ফাজিল মাদ্রাসা সংলগ্ন এলাকায়।

গতকাল বুধবার (২৩ অক্টোবর) রাতে বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্ৰামের দেলোয়ার হোসেনের পুত্র লাদেম ইসলাম (১৮) মোটরসাইকেল করে বিন্নাকুড়ি বাজার এলাকায় পাঁকা রাস্তায় উঠছিল। এ সময় রংপুর থেকে জলঢাকামুখী একটি সার বহনকারী ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় লাদেম‌। স্থানীয়রা আহতকে উদ্ধার করে রংপুর মেডিকেলে চিকিৎসার জন্য পাঠালে পথেই তার মৃত্যু হয়। এলাকাবাসী ট্রাকটি আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘটনার পরেই ড্রাইভার সটকে পড়ে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর