শামীমের বিরুদ্ধে করা মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে শিবগঞ্জে পাল্টা সংবাদ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৬০ বার পঠিত

শামীমের বিরুদ্ধে করা মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে শিবগঞ্জে পাল্টা সংবাদ

 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভূমি অফিসের গাড়ী চালক শামীম হোসেনের বিরুদ্ধে বগুড়ায় করা মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে শিবগঞ্জে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার সকালে শিবগঞ্জে লিখিত সংবাদ সম্মেলনে শামীম হোসেন বলেন, গত ২০শে অক্টোবর বগুড়া প্রেসক্লাবে শিবগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের মৃতঃ মোয়াজ্জেম হোসেনর স্ত্রী স্বপ্না খাতুন আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।

উক্ত সংবাদ সম্মেলনে তিনি আমাকে জড়িয়ে প্রতারণার মাধ্যমে জমি দখলের অভিযোগ করেছেন। প্রকৃত পক্ষে আমি যে জমি ক্রয় করেছে সেই জমি গৃহবধূ স্বপ্নার ছেলে ইমন প্রামাণিকের। আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ সংবাদ সম্মেলন করা হয়েছে। আমার প্রতিবেশী সাজু চাচা জমিটি ক্রয় করার জন্য বাজার দরমতে চুক্তিবদ্ধ হয়।

স্বপ্না বেগমের ছেলে নাবালক হওয়ার কারণে আদালতের মাধ্যমে অভিভাবক মাতা নিযুক্ত হয় এবং তিনি আমাদেরকে মুরাদপুর মৌজার ১৬৩, ৯৫ ও ১৬৯নং দাগের মোট ২৮ শতক ৫৫০ বর্গ লিংক আমাদের নিকট স্বেচ্ছায় বিক্রির চুক্তি করেন। তিনি জমিটি সম্পাদন করার সময় এবং টাকা বুঝিয়ে নেওয়ার সময় স্বেচ্ছায় নিয়েছেন এবং স্বপ্নার মেয়ে সাথী খাতুন এবং জনৈক আব্দুল কুদ্দুস শেখ রেজিঃ দলিলে স্বাক্ষী হিসাবে স্বাক্ষর করেছেন। যাহার ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে।

ওই গৃহবধূ আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে শিবগঞ্জ থানা সহ বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করেছে। যাহার কোন ভিত্তি নেই। আমি বা আমার পরিবারের সদস্য ওই গৃহবধুকে কোন ভয়-ভীতি বা হুমকি ধামকি প্রদান করিনি। তারা হঠাৎ করেই আমাকে জড়িয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। তারা একটি মহলের কু-প্ররোচনায় আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, মোট জমির মোট মূল্য নির্ধারণ হয়েছিল ৮ লক্ষ ৫০হাজার টাকা। ঐ জমির সরকারি ভেলুয়েশন ছিলো ৪৩ লক্ষ ২০হাজার টাকা সে হিসাবে প্রতি শতক ১লক্ষ ৫১ হাজার ১’শ ৭৬ টাকা।

সংবাদ সম্মেলনে আমার নামে ৫/৭ বিঘা জমি রয়েছে, তাহা সত্য নয়। প্রকৃত অর্থে আমার নামে পৈত্রিক সূত্রে প্রাপ্ত জমি ব্যতিত কোন জমি নেই। শুধু তাই নয় শংকরপুর গ্রামের একটি হিন্দু সম্প্রদায়ের জমি দখলের কথা বলা হয়েছে তাও মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। স্বপ্না বেগম আমার নামে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে আসছে। আমি প্রশাসনকে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য জোর দাবি জানাচ্ছি। সেই সাথে স্বপ্না বেগমকে মিথ্যা তথ্য সরবরাহ না করার জন্য অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাজু মিয়া, আল আমিন ও জহুরুল ইসলাম বাবু প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর