চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে গমনকালে রোহিঙ্গা নারীসহ ৩ নারী আটক
মেহেদী হাসান শিপলু চৌগাছা (যশোর) প্রতিনিধি :
চৌগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে রোহিঙ্গা নারীসহ ৩ জনকে আটক করেছে সীমান্তরক্ষী বিজিবি সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় বলে বিজিবি সদস্যরা জানিয়েছেন।
মঙ্গলবার দিনগত রাতে বিজিবি জানতে পারে উপজেলার মাশিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে কতিপয় নারী ভারতে প্রবেশের চেষ্টা করছে। খবরটি জানার পরপরই বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। একপর্যায় মাশিলা সীমান্তের গদাধরপুর এলাকা থেকে ১ জন রোহিঙ্গা নারীসহ ৩ জন নারীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতরা হলো কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মকগুল আহমেদের মেয়ে রশিদা আক্তার (২৭) যার পরিবার গণনা নাম্বার-৫০২৬৪০।
এছাড়া আটককৃত অপর দুই নারী হচ্ছে যশোরের অভয়নগর উপেজলার নওয়াপাড়া গ্রামের লাহু গাজীর মেয়ে স্বপ্না আক্তার (২৫) ও নারায়নগঞ্জ বন্দর উপজেলার ৩২১ নম্বর ওয়ার্ডের সিরাজ আলীর মেয়ে মোছাঃ রিতা আক্তার (২৪)। আটককৃদতের মামলার মাধ্যমে সংশ্লিষ্ট চৌগাছা থানায় হস্তন্তর করা হয়েছে।
এ ব্যাপারে বিজিবির যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, দীর্ঘদিন ধরে ভারতে অনুপ্রবেশ ঠেকাতে পরিকল্পনামাফিক বিজিবি সদস্যরা কাজ করছে। বিজিবির তৎপরতার কারনে ৩ জন নারীকে আমরা আটক করতে সক্ষম হয়েছি। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তারা কাজের উদ্দেশ্যে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।