মো: এ কে নোমান, নওগাঁ
ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের মালিক নয়, সেবক হয়ে কাজ করবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। জনগণের কল্যাণে নিজেকে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আল্লাহ যদি আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেন, তবে আমরা মালিকের মতো নয়, সেবকের মতো আচরণ করব। অতীতে যারা নিজেদের মালিক ভাবতেন, তাদের পরিণতি দেশের মানুষ দেখেছে—সেখানে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে।”
শনিবার বিকেলে নওগাঁ শহরের নওযোয়ান ঈদগাহ মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর রুকন (সদস্য) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নওগাঁ জেলা শাখা জামায়াতে ইসলামী এই সম্মেলনের আয়োজন করে।
শফিকুর রহমান আরও বলেন, “যারা মানুষকে প্রতারণা ও গাদ্দারি করে, তারা কখনও নিরাপদ থাকে না। দুর্নীতি, ব্যাংক লুট, অপরাধের শাসন টিকিয়ে রাখার চেষ্টা শেষ পর্যন্ত পতনের কারণ হয়ে দাঁড়ায়। আমাদের সবার উচিত এসব ঘটনা থেকে শিক্ষা নেওয়া, যাতে ভবিষ্যতে আমাদের সন্তানেরা আর ত্যাগ স্বীকার করতে না হয়।” তিনি সাংবাদিকদের সহায়তা চেয়ে বলেন, “আমাদের সোজা-সাপ্টা কথাগুলো যেন সংবাদে যথাযথভাবে উঠে আসে। আমরা গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা আশা করি।”
শফিকুর রহমান বলেন, “জাতিকে বিভক্ত করার চেষ্টা যারা করে, তারা কখনও দেশের কল্যাণ চায় না। আমরা বিভাজনের রাজনীতির বিপক্ষে। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে বৃহত্তর ঐক্যের মধ্য দিয়েই দেশকে এগিয়ে নিতে হবে। আমাদের লক্ষ্য হলো—মানুষকে প্রকৃত মর্যাদা দেওয়া, যাতে তারা ঐক্যবদ্ধভাবে জনগণের স্বার্থে কাজ করতে পারে।”
জামায়াতের আমীর অভিযোগ করেন, “সাড়ে ১৫ বছরের শাসনে আওয়ামী লীগ দেশকে অপরাধের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। আমাদের নেতাদের বিচারের নামে প্রহসন করে হত্যা করেছে, শত শত কর্মীকে হত্যা ও গুম করেছে, এবং আমাদের কার্যালয়গুলো সিলগালা করেছে। দলের নিবন্ধন বাতিলের পর, ২০২৩ সালের ১ আগস্ট আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে। এসব বিবেচনায় জামায়াতে ইসলামী বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত দল।”
জুলাই আন্দোলনের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, “এই আন্দোলন কোনো একক দলের নয়, বরং ১৮ কোটি মানুষের আন্দোলন ছিল। আমাদের তরুণেরা রাজপথে রক্ত ঝরিয়ে আন্দোলনকে সফল করেছে। এই আন্দোলনের কৃতিত্ব আল্লাহর এবং দেশের মানুষের, কোনো নির্দিষ্ট আদর্শের নয়। এখন আমাদের দায়িত্ব হলো—সেই আত্মত্যাগের প্রতিদান দেওয়া এবং জনগণের প্রত্যাশা পূরণ করা। তরুণদের দেশপ্রেম এবং আত্মত্যাগের প্রতিফলন ঘটাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খ ম আব্দুল রাকিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও রাজশাহী অঞ্চল পরিচালক অধ্যক্ষ শাহাবুদ্দীন এবং রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক রফিকুল ইসলাম।