কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৬৮ তম শ্রদ্ধা ও স্মরণানুষ্ঠান পালিত 

বাগেরহাট প্রতিনিধি: জিসান কবিরাজ।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ৮৮ বার পঠিত
কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ’র ৬৮ তম শ্রদ্ধা ও স্মরণানুষ্ঠান পালিত
 বাগেরহাট প্রতিনিধি: জিসান কবিরাজ।
গান, কবিতা, শ্রদ্ধা ও স্মরণানুষ্টানের মধ্যদিয়ে তারুণ্য ও সংগ্রাম দীপ্ত প্রতীক কবি রুদ্র মোহম্মদ শহিদুল্লাহ কে স্বরণ করছে মোংলাবাসী। ৬৮ তম জন্মদিনে একুশে পদক প্রাপ্ত এ কবি’র প্রতি শ্রদ্ধা আর ভালোবাসার জানান দিতে দিনভর নানান আয়োজন ছিলো গ্রামের বাড়ি মোংলার মিঠাখালীতে।
দিনের শুরুতে শোভাযাত্রা সহকারে কবির সমাধীতে শ্রদ্ধা জানান রুদ্র স্মৃতি সংসদ, সস্মিলিত সাংস্কৃতিক জোট, সহ বিভিন্ন শ্রেনীপেষার মানুষ।
পরে রুদ্রের গ্রামের বাড়িতে তার বিদেহী আত্মর মাগফেরাত কামনায় ও দোয়া মোনাজাত শেষে অনুষ্টিত হয় স্মরণানুষ্টান।
রুদ্র স্মৃ্তি সংসদ এর আয়োজনে এ স্মরণানুষ্টানে সংসদের সভাপতি সাংবাদিক সুমেল সারাফাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা রাখেন মোংলা উপজেলা নির্বাহী অফিসার
আফিয়া শারমিন, এ সময় অন্যানের মধ্যে বক্তৃতা রাখেন ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি সুবাস চন্দ্র বিশ্বাস, সস্মিলিত সাংস্কৃতিক জোট মোংলার আহ্বায়ক নুর আলম শেখ।
বক্তারা বলেন, বাংলা সাহিত্যে কবি রুদ্র চির স্মরণীয় হয়ে থাকবেন। কবি রুদ্র মুহম্মদ শহিদুলহ অন্যায়ের প্রশ্নে কোন ধরনের আপোষ করেননি। স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সমাজ ও রাজনীতির উত্থান-পতন এবং অস্থিরতার সময় কবিতাগুচ্ছে ফুটিয়ে তুলেছিলেন কবি রুদ্র। সুস্পষ্ট জীবনদর্শন ও চিন্তাধারায় ক্ষণজন্মা কবি উঠেছিলেন আত্মোপলব্ধি এবং সৃষ্টিশীল উন্মাদনার প্রতীক। তাইতো বিশ্বের সকল বাংলা ভাষাভাষী কবিতা প্রেমিদের হৃদয়ে তার সৃষ্টি কর্মের মধ্যমে চির অমর হয়ে থাকবেন।
শেষে রুদ্রের জন্মদিন উপলক্ষে আমার দেশ আমাদের গ্রাম ক্যান্সার রিসোর্স সেন্টারের আয়োজনে  দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করেন ইউএনও আফিয়া শারমিন সহ আমন্ত্রিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর