নওগাঁ থেকে সুলতান হত্যা মামলার পলাতক আসামি তোহা ও জোহা গ্রেফতার
মো: এ কে নোমান, নওগাঁ:
জয়পুরহাটের সুলতান হত্যা মামলার পলাতক দুই আসামি মো. তোহা (২৪) ও মো. জোহা (২৪)-কে র্যাব-৫ এর সদস্যরা নওগাঁর ধামইরহাট থানার পূর্বজগদল এলাকা থেকে গ্রেফতার করেছে। গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ অক্টোবর) রাত ১ টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত দুই আসামির বাড়ি জয়পুরহাট সদর উপজেলার হরিপুর গ্রামে। তাদের পিতার নাম মো. আব্দুর রশিদ।
মামলার নথি অনুযায়ী, গত ১৪ আগস্ট জয়পুরহাটের হরিপুর এলাকায় জমির আইলে লাগানো তালগাছের বিরোধকে কেন্দ্র করে সুলতান আহম্মেদ (৩৬)-এর ওপর হামলা চালায় তোহা, জোহা এবং আরও কয়েকজন। আসামিরা সুলতানকে তাদের বাড়ির সামনে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।
আশঙ্কাজনক অবস্থায় সুলতানকে প্রথমে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে একই দিন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসা শেষে ১৭ আগস্ট সুলতানকে ছাড়পত্র দেওয়া হলেও পরদিন সকালে তিনি নিজ বাড়িতে ফের অসুস্থ হয়ে পড়েন। মুখ দিয়ে ফেনা ওঠা ও শরীর কাঁপুনি দেওয়ার কারণে তাকে তৎক্ষণাৎ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় নিহত সুলতানের স্ত্রী মোছা. পরী বানু বাদী হয়ে ১৯ আগস্ট জয়পুরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি জয়পুরহাট সদর থানার মামলা নম্বর-০৯ এবং এতে পেনাল কোডের ১৪৩/৩২৫/৩০৭/৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। র্যাব-৫ এর সিপিসি-৩ ইউনিট তাদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় অভিযান চালায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ অক্টোবর নওগাঁর পূর্বজগদল এলাকায় সফল অভিযান পরিচালনা করে তোহা ও জোহাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।