বাজিতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

 কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আল আমিন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৫৯ বার পঠিত
বাজিতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত
 কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
“স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” এ প্রতিপাদ্যে কিশোরগঞ্জের বাজিতপুরে শোভাযাত্রা, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে হাত ধোয়া দিবসের কর্মসূচিটি উদযাপন করে।
এসময় রাজ্জাকুন্নেছা স্কুল এন্ড কলেজের  শিক্ষার্থীদের নিয়ে একটি শোভাযাত্রারও আয়োজন করা হয়।
এতে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের উপ  সহকারী প্রকৌশলী মো. জসীম উদ্দিনের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরশাদ বিন আনাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহফুজ খাঁন, উপজেলা নির্বাচন অফিসার মানিক মিয়াসহ রাজ্জাকুন্নেছা স্কুল এন্ড কলেজের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীবৃন্দ।
এতে ৭ স্টেপে শিশুদের হাত ধোয়া প্রদর্শন করেন ম্যাকানিক চন্দ্রিমা রায়।
এসময় বক্তারা বলেন, সুস্থ থাকতে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়া, খাদ্য সংশ্লিষ্ট রোগ,  শ্বাস প্রশ্বাস রোগ প্রতিরোধ করা সম্ভব।  হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে প্রতি শিশুরা ফুসফুস রোগ থেকে রক্ষা পাবে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর