নাটোরে জমি সংক্রান্ত জেরে কৃষককে কুপিয়ে হত্যা

অমর ডি কস্তা, নাটোর জেলা প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৫৫ বার পঠিত

নাটোরে জমি সংক্রান্ত জেরে কৃষককে কুপিয়ে হত্যা

অমর ডি কস্তা, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এক কৃষককে উপর্যুপরি কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষকের নাম তোরাপ খান (৬২)। সে ওই গ্রামের মৃত সোলায়মান খানের ছেলে।

 


স্থানীয়রা জানান, বাড়ির পাশে পুকুর পাড়ে  কলাবাগান পরিস্কার করছিলো কৃষক তোরাপ খান। সকাল ৮টার দিকে তারই মামাতো ভাই রানা খান (৪০) সঙ্গীয় ৩/৪ জন সহ এসে চাইনিজ কুড়াল ও হাসুয়া দিয়ে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত জখম করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের বড় ছেলে ফারুক খান বলেন, সম্পর্কে চাচা রানা খান একজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। সে তার লোকজন নিয়ে এসে আমার বাবাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। আমি এই হত্যার উপযুক্ত বিচার চাই।

অপরদিকে রানা খানের পরিবারের সদস্যদের দাবী, সকালে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে রানা খানও আহত হয়েছে। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। পুলিশ হত্যার সাথে জড়িতদের আটক করার চেষ্টা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর