ভোলার তজুমদ্দিনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

খন্দকার নিরব, তজুমদ্দিন, ভোলা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৫০ বার পঠিত

ভোলার তজুমদ্দিনে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের মানববন্ধন

 

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ভোলার তজুমদ্দিনে কর্মরত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সোমবার (০৭ অক্টোবর) বিকাল ০৪ ঘটিকায় উপজেলা পরিষদ মূল ফটকের সামনের সড়কে এই মানববন্ধন করেন তাঁরা।

 

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে বেতন পান। তাদের দেয়া ১২তম গ্রেডের প্রস্তাব প্রত্যাখ্যান করে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবির যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য দেন ওই মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষকরা।

 বক্তব্যে সহকারী শিক্ষক মোঃ মহিউদ্দিন বলেন, ‘যদি যোগ্যতার ভিত্তিতে আমাদের মূল্যায়ন করা হতো, তাহলে আগেই আমরা ১০ম গ্রেড পেয়ে যেতাম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি, সরকারি চাকরিতে গ্রেডের বৈষম্য দূর করে আমাদের ১০ম গ্রেড দিতে হবে।’

 

এ সময় ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে যৌক্তিকতা তুলে ধরে আরও কয়েকজন সহকারী শিক্ষক বক্তব্য পেশ করছেন।

 

উপজেলার ১০৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আসা সহকারী শিক্ষকরা দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন ব্যানার-ফেস্টুন হাতে মানববন্ধনে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর